প্রকৃতি শেখায় যাহা
              -চিত্ত রঞ্জন সরকার


যে গান শুনেছি আমি,
                জীবনের চলার পথে;
ভুলি নাই আজও ভুলি নাই,
                      তাহা কোন মতে।


প্রকৃতি শেখায় যাহা,
                     কালের প্রেক্ষাপটে;
জীবনের সাধ্য কিবা,
                      তাহার অন্যথা ঘটে।


এই আগুনের দহন শক্তি,
                 পায়না মুক্তি কোন ক্রমে;
জলের তাপমাত্রা শূণ্য না হলে,
                 বরফ হবেনা কখনও ভ্রমে।


সত্যের খোঁজে জীবন চলে,
                       জীবনতাই কষ্ট করে,
মিথ্যারা শুধুই মিথ্যা বলে,
                   কেবলমাত্র সুখের তরে।


৭ই অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ২৪/১১/২০১৮,
শনিবার বেলা ১০.৪০ মি:।