বৈচিত্র্যময় এই জীবন পথে
বিচিত্র রঙ দেখি;
নানান তাঁদের দেহের গঠন
কত কি যে শিখি।


অনন্ত এই জগতটা যে
দেখি নানান রূপ;
সেই বৈচিত্র্য ভাবতে গেলে
হতেই হয় চুপ।


ওই ঋষির মতো যোগাসনে
বসতে হবে আবার;
বিস্ময় ভরা এই জগৎটাকে
ভাবার কথা সবার ।


কত বিচিত্র ওই জন্ম-মৃত্যু।
প্রভাত অস্ত বেলা;
ভাবছি আমরা চক্ষু বুঁজে
প্রকৃতির কী খেলা!


এইতো আছি এইতো নাই
দেখি শূন্য চারিধার;
ভাবনায় আজ আনতেই হয়
আমরা কে কার?


৮ ই মাঘ, ১৪২৯,
ইং  ২৩/০১/২০২৩,
সোমবার দুপুর ১২:৪১। ১৯০০, ২৭/০১/২০২৩।