সত্যের পথ পুণ্যের পথ
মানে তাহা কজন?
মিথ্যার পথ আনন্দের পথ
বেছে নেয় দুর্জন ।


ঈশ্বর নিয়ে ছেলে খেলা
প্রতিশোধ তার দেখো;
তাই বৃষ্টি-ধস আর মৃত্যু
দেখে এবার শেখো।


ভগবান থাকে মনের ভিতর
শ্রদ্ধার আসনে বসে;
স্বার্থের জন্য ঐ কেন ডাকা  
হাসি মশকরা করে?


হিমাচল গেল গুজরাট গেল
ওই গেল মনিপুর;
হরিয়ানায় এবার অশান্তি শুরু
কারণ কতগুলো ধুর।


রামের নামে ব্যবসা চলে
হনুমান, কৃষ্ণ, তাই;
দেখো চেয়ে এই ভারত বর্ষ
কোথায় বল যাই?


পাপির পাপে পুর্ণ ধরা
তাইতো ধ্বংস দেখি;
দেখেও কি বলতে পারি
আমরা কিছু শিখি?


ঈশ্বর সাধনা করতে গিয়ে
শয়ে শয়ে মরে;
তাতেও কি চেতনা ফেরে
দুষ্টু চক্রের ধড়ে।


সত্য মিথ্যা ও পাপ পুণ্য
চিনতে হবে সব;
পাপির পাপে সৎ মরে
শুনি হাহাকার রব।


চুপটি করে থাকলে পরে
ধ্বংস হবে তুমি;
প্রতিবাদও ঈশ্বর সাধন
রক্ষা কর জন্মভূমি।


২রা ভাদ্র, ১৪৩০,
ইং ২০/০৮/২০২৩,
রবিবার সন্ধ্যা ৬:১১।২১০৫, ১৯/১৮, ২২/০৮/২০২৩।