যে সুর বেজেছে মনে,
ঐ গভীর হৃদয় কোনে,
তুলনা যে নাই;
মনের কথা সকল ব্যথা,
চেতন চিত্তে বাজুক হেথা,
জগৎ খোঁজে তাই।

নহে শুধু আশায় আশায়,
পূর্ণ সেই ভালবাসায়।  
মিলনেই দুঃখ বেশী,
তাই দূরে থাকে ধরা, শশী।
তবু ছাড়েনা কেহ কারে,
দেখে তাঁরা ঘুরে ঘুরে।


তাঁদের চৌম্বকীয় মোহবাণ,
জোয়ার ভাঁটার তাইতো টান।
প্রাণের আবেশে জড়িয়ে রাখে
মনকাননের ফুলের শাঁখে।
সুভাস থাকে হৃদয় জুড়ে,
আত্মার মাঝে সেই গভীরে।  


১৬ই আশ্বিন, ১৪২৫,
ইং ০৩/১০/২০১৮,
রাত ১১.৪৫মিঃ। 604 dtd 09/10/2018.