চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক) ২০৯৮

নানান দিক দর্শন নানান ভাবনা
নানান ভাবে আসে;
তাইতো তিনি বিশ্বের রবীন্দ্রনাথ
ভাবনা বিশ্বজুড়ে হাসে।

বিস্ময়ের সেই সৃজন ভান্ডার
একজীবনে দুঃসাধ্য উপার্জন;
ভাববাদী দর্শন বস্তুবাদী দর্শন
চাবিকাঠি দর্শণের চিরন্তন।

বিজ্ঞান চেতনা সমাজ চেতনা
চেতনা বস্তুবাদের ফল;
তাই হয়েছেন তিনি সর্বকালীন
ভাবনায় করছে ঝলমল

ওই গল্পগাথা বিজ্ঞান নয়
নয় বাস্তবের কোনরূপ;
তাকেই কেউ বাস্তব বলে
খুঁজে অন্ধকারে ভূপ।

প্রয়াস তাঁদের ব্যক্তি স্বার্থ
ধর্ম জাতের নামে;
ওই হিংসা দেশের রক্তক্ষয়
সমাজ জীবনে আনে।

ভাবাবেগে কতকবি শুনিয়েছে
ওই মানবতার গান;
আর বিত্তবানের আশ্রয়ে ভাবেন
এবুঝি স্বর্গীয় দান।

রবির ভাবনা জীবন নিয়ে
আর নিপীড়িত জনগণ;
তাইতো ছিলেন বাস্তববাদী
মুক্ত মোহ মন।

জানি গণকবি নয়তো তিনি
ছিলেন মাটির কাছাকাছি;
আপন মনে বলতেন কবি
শুনতে বাণী কান পেতে আছি।

যখন মৌলবাদের দানবীয় উত্থান
গায়ে ধর্মের নামাবলী;
তখন প্রেমের আলোয় উজ্জ্বল হয়ে
তিনি রচেছেন গীতাঞ্জলি

দেশের সীমানা পেরিয়ে তাহা
ওই ছড়ায়েছে বিশ্বময়;
প্রাণের তাগিদে বিশ্ব জেনেছে
মানবতার নাই ভয়।

ছিল অন্তরে তাঁর দুর্বার গতি
আর কন্ঠের উচ্চারণ;
বিশ্বকবির বিশ্ব মানবতা বোধ
বিশ্বে তুলেছে অনুরণ।

দেখে বীভৎস ধর্মের চেহারা
আর পাশবিকতার বলি;
ভাববাদী দর্শনে ছিলেন বিশ্বাসী
কেমনে বিশ্বাস করি?

বিশ্ব চেতনায় কেতন উড়ায়ে
ডেকেছে আয়রে সর্বহারা;
ওই মৌলবাদীদের ধ্বংস করতে
দেবই এবার নাড়া।

সবশেষের কথা আমরা বলব
এই বিশ্বের জনগণ;
কবিগুরুর শিক্ষায় শিক্ষিত হয়ে
সবার উঠুক জেগে মন।

২২শে শ্রাবণ, ১৪৩০,
ইং ০৮/০৮/২০২৩,
মঙ্গলবার অপরাহ্ন ৪:৫৩।২০৯৮, ১৯/০৪, ১৩/০৮/২০২৩।