ওই দেশ বিক্রির ষড়যন্ত্র
দেও রুখে বাংলাদেশ;
না হলে রবির বাংলা, নজরুলের বাংলা,
হয়ে যাবে শেষ।
বাংলার চেতনা, বাঙালির চেতনা,
চেতনা আসুক সবার;
পুনঃ ষাট লক্ষের রক্তের বিনিময়
হবে কি এটা আবার?
ছিলাম আমি মুক্তিযোদ্ধা
ওই গ্রুপ কমান্ডার;
বিভূই বিদেশে থেকেও আজ
ভাবায় বারেবার।
বাংলা মায়ের সন্তান আমরা
ওই পরিচয় বাঙালির;
রক্তবর্ণে পৃথক নই আমরা
আমরা সংগ্রামী বীর।
রক্ত দিতে পারি জীবন দিতে পারি
নিতে পারি প্রাণ শত্রুর;
থেকো না আর দূরে দাঁড়ায়ে বন্ধু
হও চেতনায় ভরপুর।
আমরা হিন্দু নই, মুসলিম নই,
নই বৌদ্ধ, খ্রিষ্টান;
হাতে হাত রেখে, বুকে বুক মিলিয়ে,
রাখো বাঙালির মান।
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২,
ইং ২১/০৫/২০২৫,
বুধবার রাত ১১:৫১। ২৭৫৭,
২৫/১৫৮, ০৭/০৬/২০২৫।
Rabindranath’s Bengal, Nazrul’s Bengal
Chitta Ranjan Sarker (Jagrata Bibek)
Stand firm, O land of Bengal, arise!
Defy the traitors, crush their lies;
Or else, the land of Rabindranath,
Nazrul’s dream, shall fade and die.
Awaken now the Bengali soul,
Let consciousness make us whole;
Shall sixty lakhs of blood once shed
Be spilled again for what was said?
I was a warrior in the fight,
A group commander for the right;
Though far from home in foreign land,
My thoughts still grasp my motherland.
We are the children of Mother Bengal,
That is the name that speaks for all;
No color sets our blood apart—
We’re fearless soldiers, brave in heart.
We’ll give our blood, we’ll give our breath,
And strike our foes, if that means death;
Don’t stand aloof, dear friend, today—
Let conscience light and lead your way.
We are not Hindus, nor Muslims proud,
Nor Buddhists, nor Christians in a crowd;
Hand in hand and heart to heart,
Let that be how Bengalis start.
7th of Jyoishtha, 1432,
22nd of May, 2025,
Thursday, at 11:51 pm