রাজা রানীরা আজ উলঙ্গ সবাই
দেখেও আমরা দেখতে না পাই।
কেউবা দেখে আপন ভেবে
কেউ বা নিজের স্বার্থ মাপে
চলছে জগৎজুড়ে চাটুকারের খেলা
খেলতে খেলতেই কেটে যায় বেলা।


হৃদয়ের পরশি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বাড়ি ছিল ওই ফরিদপুরে;
নলেন গুড়ের সেই মিষ্টি যেন
কথায় কবিতায় ঝরে পরে।


নগ্ন করে দেখেছে মানুষ
বুকের মাঝে কি আছে?
আঁধারের মাঝে আলো খুঁজে
যদি মানুষ একটু বাঁচে।


আসুক চিত্তে চেতনা সবার
ভালো-মন্দ সবই বোঝোর।
যত তাড়াতাড়ি বুঝতে পারে
তবেই শান্তি আসবে ঘরে।


চারিদিকে শুনি ওই হাহাকার
কে নেবে কার ভার?
দেশের উলঙ্গ রাজা রানী
থেকে থেকেই শোনায় বাণী।


বিদ্যা বুদ্ধিতে চৌকস তারা
স্কুল-কলেজের জ্ঞান ছাড়া।
ব্যক্তি পূজায় মত্ত হয়ে
বেড়ায় তাঁরা জগত ঘুরে।


নিজের সুখ নিজের শান্তি
ক্ষমতায় দেখে পরের ভ্রান্তি।
সময় গেলে আর পাবেনা
তাই শেষ কামড়ের এই সাধনা।


মহান মানুষ এই জনগণ
রাজা রানীর পকেটের ধন।
উচ্ছিষ্ট তাঁদের যাহা দেয়
তাতেই তারা ধন্য হয়।


৩১ শে বৈশাখ, ১৪২৯
ইং ১৫/০৫/২০২২,
রবিবার রাত ১০:৪৩। ১৬৮৪, ১৯/০৫/২০২২।