রাজনীতিটা নীতির কথা
           সত্য ভালোর সংমিশ্রণে
মানব জাতির হিতের তরে
          রাখতে হবে তাই স্মরণে।


রাজনীতিটা করতে গিয়ে,
      আমরা যেন মনুষ্যত্ব না হারাই;
মানবতার বার্তা নিয়ে,
         মানুষের পাশে যেন দাঁড়াই।


মানব রাজার রাজনীতিটাই
               মনুষ্যত্ব বড় ছিল;
মোদের রাজার রাজনীতিতে,
             ব্যক্তি লোভ বড় হল।


আমরা কোথায় তলিয়ে যাচ্ছি,
         ভাবছি না তো ক্ষণিক তরে,
মাথার বোঝা বেড়েই যাচ্ছে,
           ব্যক্তিস্বার্থের বোঝার ভরে।


ভাবছি না তো মোটেই মোরা,
         আজ কিংবা কাল যাব চলে;
ঘৃণার চোখে দেখবে সবাই,
             ব্যক্তি স্বার্থে মত্ত হলে।


শূন্য থেকে শুরু করে,
          পূর্ণ হই পাওয়ার জোরে;
যা পেয়েছি এই জীবনে,
          দিতে হবে উজার করে।


পাওয়া দেওয়া শূন্য হলে,
           তাকেই যে পুণ্য বলে;
যদি পুণ্যবলে জগৎ চলে,
          তবেই তো মুক্তি মেলে।  


১৪ই কার্তিক, ১৪২৫,
ইং ০২/১১/২০১৮,
শুক্রবার, সকাল ৭ টা। ৬২৪ তাং ০২/১১/২০১৮।