এই জগতে -
রক্ত দেবে শুধুই তাঁরা, ভুখা যারা,
মরছে যাঁরা খিদের জ্বালায় আর ভালবাসায়।
শাসন, শোষণ তাঁদের ভূষণ,
যারা থাকে-অর্থ লোভে আর গদির আশায়।


তাঁরাই ধন্য এই জগতে,
নীড় হারাদের নীড়ের খোঁজে ঘুরে মরে;
গড়ে দেয় দুঃখীর বাসা ঐ যে তাঁরা,
ধরায় আপন করে নেয় সবারে।


সুখ দুঃখের খেলা ঘরে,
জীবনটাই কাটে ওরে,
      তাঁদের ছাড়া বাঁচা কঠিন হয়;
প্রাণের খেলা ভাসায় ভেলা,
বুঝিনা এই ছলাকলা,
     তাই ভাবি-সব জীবনেরই দায়।


জানতে গেলে নাই তো মানা,
আকাশতলে মেলে ডানা।
     তাই উড়তে হবে অনেক দূরে;
     সব সুখ দুঃখের ভাবনা ছেড়ে।
  
২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১২/০৬/২০১৮,
মঙ্গলবার, ভোর ৯টা।  ৫৩৯ তাং ২৮/০৭/২০১৮।