ওই ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে
যারা ক্ষমতায় বসে থাকে;
জনগণের মঙ্গল পারেনা করতে
ওরা ভালবাসেনা মাকে।

ব্যক্তি স্বার্থে আর ব্যক্তি সুখে
বিভোর থাকে তারা;
দেশের জনগণ দুঃখের মাঝে
হয় যে আপন হারা।

আজ বিশ্বজুড়ে হাওয়া যে তাই
দেখোনা চক্ষু মেলে;
আর ধর্মীয় দুর্বৃত্তদের দুর্বৃত্তীয়ন
চলছে ছলে বলে।

ওরা ভয় দেখিয়ে পাপ পুণ্যের
মানুষকে কাছে টানে;
তারই ফলে এই বিশ্বজগত
ভাসে অরাজকতার বানে।

সব ন্যায়- অন্যায়ে হারিয়ে যায়
ভোগ করে সেই মানুষ;
ফলে প্রভাত বেলায় আঁধার নামে
ফেরে না মানুষের হুশ।

ওই বেহুশ হলে চেতনা হারায়
বিচারবুদ্ধির শেষ;
মানুষের মাঝে মনুষ্যত্ববোধের
থাকে না কোন রেশ?

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২,
ইং ২১/০৫/২০২৫,
বুধবার সকাল ৮:০৯। ২৭৫৫,
২৫/১৫৬ , ০৫/০৬/২০২৫।

Religious Criminalization
Chitta Ranjan Sarker (Jagrata Bibek)

They rise to power with holy cries,
But truth and care, they all despise.
In religion’s name, they stake their claim,
Yet love for mother? Not their aim.

They chase their joy, their selfish gain,
While people suffer silent pain.
The nation weeps, yet they rejoice—
Deaf to the poor man’s shattered voice.

This storm has spread the whole world wide,
Why close your eyes, why run and hide?
With tricks and threats, these men of might
Spread darkness in religion’s light.

They preach of sin and promised grace
To draw the weak into their space.
Thus chaos rules the world around—
In waves of lawless tides we're drowned.

All sense of right and wrong now fades,
And man in silent sorrow wades.
In morning’s glow, the night remains—
No wisdom left, just mindless chains.

And when that mindless trance takes hold,
All sense of justice turns ice-cold.
Can human hearts, once stripped so bare,
Still hold no trace of human care.

6th of Jyoishtha, 1432,
21st of May, 2025,
Wednesday  at 8:09am.