এদেশে কিছু মানুষ আছে
যারা পয়সায় বিক্রি হয়;
এই সমাজের মানুষ তাদের
সরল ভাষায় দালাল কয়।

ওরা সোনা, চাঁদির কাছে
নিজেদেরকে বিকিয়ে দেয়;
এমনকি মা, ভাই, বোনদের
বিক্রি করতেও পায়না ভয়।

কখনো কখনো শাসক-শোষক
দেখি তাদের সঙ্গী হয়;
ঋণখেলাপিদের ঋণ দিতে
ব্যস্ত হয়ে হয় সহায়।

দেশের কথা ভুলে গিয়ে
ওরা বিদেশে পাড়ি দেয়;
ঋণদাতা ব্যাংকগুলো তখন
নিষ্ক্রিয় সম্পদে ভিরমি খায়।

সরকারি সংস্থা তাই ক্রমে ক্রমে
ব্যক্তি মালিকানায় চলে যায়;
ধনতন্ত্রের এই কঠিন খেলায়
মানুষের আমানতের কে নেবে দায়?

এরই নাম কি গণতন্ত্র?
ধণতন্ত্রে,দেশের পুঁজি লুটে নেয়;
শেষ সম্বল হারিয়ে মানুষ
করে শুধু হায় হায়।

১৬ই পৌষ, ১৪২৮
ইং ০১-০১-২০২২,
শনিবার সকাল,৮টা। ১৫৫১, ০৪/০১/২০২২।