স্থায়ী নয় কোন কিছুই
জন্ম থেকে প্রয়াণ;
জীবন পথে চলতে চলতে
শুনি কত বয়ান।


চিন্তা আবেগ দৃশ্য মানুষ
সবই ক্ষণিক তরে;
এই তো দেখি এই নাই
হৃদয় দেয় ভরে।


যুক্ত নয় কোন কিছুই
জানি আমার সাথে;
তবু ভাবি তবু বলি
একা গভীর রাতে।


অবাক হই ভেবেও আমি
ছিলেন বাবা মা;
মনে করলেই অশ্রু ঝরে
বাঁধন মানে না।


কেমন আবেগ কেমন বিবেক
ভেবেই পাই না;
নিজের মন, নিজের ভাবনা,
বুঝতে পারিনা।


আলো-আঁধারের এমন খেলা
মরুর দৃশ্য যেন;
চকিতে আসে; চকিতে যায়,
মায়া মৃগো হেন।


আনন্দ পাই ভাবতে বসে
সবই ভাবি আমার;
পারিনা কিছু ধরে রাখতে
কঠিন এটাই সবার।


২রা মাঘ, ১৪২৯,
ইং ১৭/০১/২০২৩,
মঙ্গলবার বেলা ১১:৫১। ১৮৯৩, ২০/০১/২০২৩।