জন্ম যদি দিলে মোরে
প্রকৃতির ওই সবুজ ঘরে;
কেন আমায় পাঠিয়ে দিলে
ইট পাথরের এই শহরে?


হেথায় মানুষরূপী মূর্তি আছে
মানুষের কোন হৃদয় নাই;
মরুর দেশের মমি হয়ে
সবাই যেন ঘুরে বেড়ায়।


কেন পাঠিয়ে শাস্তি দিলে
শুষ্ক মনের মানুষের কাছে ?
প্রাণহীন এই শহুরের বাসে
ব্যক্তি স্বার্থে সবাই নাচে।


ঐ সবুজে ঘেরা জন্মভূমি
দূষিত হতে দিওনা তুমি।
সোনার ফসল তোলে তাঁরা
আর শস্যে থাকুকে গোলাভরা।


২১ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৫/০৬/২০২২
রবিবার সকাল ৭:০১। ১৭১০, ১৪/০৬/২০২২।