তুমি এ কোন গান গাও!
বাংলা মায়ের রূপ দেখেছো,
ঝড়ের রাতে বুড়িগঙ্গায়-
            ভাসাও নিতো নাও।


যারা ভাসালো রক্ত দিলো,
বুকের রক্তে শপথ নিলো,
            রাখতে মায়ের মান;
রক্ত দিয়েছে, মায়ের চরণ ছুয়েছে,
মায়ের পায়ের শৃঙ্খল ভেঙ্গেছে,
      সবই শত্রুর বুলেটের অবদান।


বাঙালি ভেবেছে, বাঙালি পেরেছে,
            বাঙালি দিয়েছে প্রান;
বিশ্বের সকল মায়ের ভাষার,
            অধিকার করেছে দান।


এমন যুদ্ধ কেউ করে নাই,
            সব মায়ের কথা ভাবি;
বাঙালিরাই করে, বাঙালিরাই পারে,
         করিতে মায়ের ভাষার দাবী।
      
সবুজ ক্ষেতে রক্ত সূর্য,
            তাই তো আমার দেশে;
মায়ের সন্তানই পারে এ কাজ,
            শুধু- মাকেই ভালবেসে।


১২ই ফাল্গুন, ১৪২৪,
২৫শে ফেব্রুয়ারি, ২০১৮,
রবিবার, বিকেল ৩টা।  B.k.411