যদি অন্তর দিয়ে বলতে পারো,
বুঝবে সবাই সহজভাবে;
মুখের কথা বুকের কথা ভিন্ন হলে,
প্রচেষ্টা তোমার বিফল হবে।


কথা সহজ করে বলতে হবে,
তবেই তাহা বুঝবে সবে;
আর সত্য-মিথ্যা জড়িয়ে গেলে,
বলা তোমার কঠিন হবে।


যদি প্রকাশ হয় আলোর মত,
আঁধার ঘেরা থাকবে নাতো;
স্বচ্ছ আলোয় দেখতে পাবে,
শত্রু-মিত্র আছে যত।


বিশ্বাস- কঠিন এই জগতে,
ঠকে ঠকে সবাই শেখে;
মনে অবিশ্বাসটা তাইতো আসে,
জীবন পথে ঠেকে ঠেকে।


মনের সাথে মন মিলালে,
ওই দূরত্বটা কমে যায়;
আত্মার কাছে আত্মা এসে,
আপনজন খুঁজে পায়।


জীবন বড় কঠিন ঠাই
আপন বলতে কেহ নাই;
একা আসা, একা যাওয়া,
আদি থেকে এটাই পাওয়া।


১৩ই আষাঢ়,১৪২৮,
ইং ২৮/০৬/২০২১,
সোমবার বিকেল ৫:৫৯।  ১৩৬৩, ২৯/০৬/২০২১।