অনন্ত এই প্রকৃতির কাছে
                   মোরা শিখছি দিনরাত;
সূর্যোদয়ের সাথে আঁধার সরে,
                    আসে যে প্রভাত।


মনের মালিন্য যায় ঘুচে,
                     চেতনার আলো এসে;
নবীন জীবনে তারুণ্য আসে,
                      শৈশব-কৈশোর শেষে।


চৈত্রের তপ্ত গ্রীষ্মের শেষে,
বর্ষা আসে শান্তির বেশে।
কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে,
কত গাছপালা উপড়ে পড়ে।
জীবন অশান্ত হয়ে মহাপ্রলয়ে,
চেতনার পরশ পাই নিজেরে বিলায়ে।


শিখি মোরা শিখি সহজপাঠ শিখি,
                        প্রকৃতিতে কত কি যে দেখি;
ভালোবাসা হিংসা দ্বেষ হয়না কভু শেষ,
                     সাদা কালো মুখে মোরা মাখি।


ক্ষণপ্রভা দহিছে হৃদয়ে, ভাবনার আঁধার সরিয়ে,
            এ কোন অলৌকিক শক্তির জোর?
অপবিত্র পবিত্র হয় সহজপাঠের অধ্যাত্মচেতনায়,
             কেটে যায় অচেতন হৃদয়ের ঘোর।


২৬ শে ভাদ্র, ১৪২৬,
ইং ১৩/০৯/২০১৯,
শুক্রবার, ভোর ৬টা। ৭৭৯, ১৫/০৯/২০১৯।