অজানায়, জানায়, বিশ্বাস
                   ভক্তি রূপে মানি;
আত্ম নিবেদন হেথায়,
         যোগসাধন বলে জানি।


সাধু, সন্ত, ব্রহ্মচারী,
      আউল, বাউল, গৃহত্যাগী,
ফকির, কালন্দর, মুরশিদ,
      সবাই সন্ত, সাধক, যোগী।


মানব হিতে, আপন চিতে,
              থাকে উপাসনায় রত;
জন্ম থেকে মৃত্যুবোধি,
                      বাধা থাকে শত।


শুচি, শুদ্ধ, নির্মলতা,
               তাদের অন্তরের ধন;
পাপ, পুণ্য, আধ্যাত্মচেতনায়,
                         বয়ে চলে রণ।


আত্মত্যাগ, আত্মোৎসর্গ, আত্মবলি,
                            সবই তাঁদের দান;
সমাজ সংস্কারে তাঁরা
                          আনে নয়া বিধান।


মানব মঙ্গলই তাঁদের
                  একমাত্র জীবন সাধন;
তুমি, আমি, আমরা সবাই,
               করিব কি সেই আরাধন?


২৭ শে ভাদ্র, ১৪২৬,
ইং ১৪/০৯/২০১৯
শনিবার, সকাল ৭টা। ৭৮২, ১৮/০৯/২০১৯।