তিন লাখি যারা চাকরিজীবী,
      মহান গণতন্ত্রের নামে;
দেশের কথা ভাবে কি ওরা,
      থাকে যে স্বর্গ ধামে।


বর্ণ বৈষম্য, জাতিভেদ প্রথা,
      আর মৌলবাদী গণতন্ত্র,
বিভাজনে দেশ হল ছারখার,
      সবাই চিনে নাও ধণতন্ত্র।


বামেরা বলেছিল শুয়োরের খোঁয়াড়,
          ডান উঠেছিল জ্বলে;
শিক্ষা, দীক্ষা  হীন জনপ্রতিনিধি,
          কি পেয়েছি মোরা ফলে?


কি দেবে ওরা?  আশ্বাস ছাড়া,
           নিজেদের স্বার্থ ছেড়ে,
সম্পদের পাহাড় গড়ছে যে তারা,
      আমজনতাকে শোষণ করে।


ধর্ম, বর্ন আর জাতিভেদ প্রথা,
         তাই নিয়ে ওরা মেতে;
প্রতিবেশীর সাথে যুদ্ধ যুদ্ধ খেলা,
           করছে গভীর রাতে।


জনগণ তুমি ছাড়ো সুখ স্বচ্ছন্দ,
           সুখের অধিকার নাই;
গাল -গল্প করে দিন চলে যাবে,
            প্রতিনিধিদের সুখ চাই।


আর কতকাল খাবে পড়ে গাল,
        অধম নির্বোধের কাছে;
সব অধিকার কেড়ে নিতে হবে,
         স্বত্ব মোদের আছে।


জ্ঞানীগুণী ছাড়া প্রতিনিধি হওয়া,
             নীতিহীনতার কাজ;
ওঠো জাগো আর ধ্বংস করে,
              শয়তানের ঐ রাজ।


সমান অধিকার জনগণ চায়,
            সাম্যের বারতা দিয়া;
মনুষ্যবোধ আর মানবতা আসুক,
            শান্তির শক্তি নিয়া।


৩১শে জ্যেষ্ঠ, ১৪২৬,
ইং ১৫/০৬/২০১৯,
শনিবার বেলা ১.৩০মি:।৭১৬ তাং ১৬/০৬/২০১৯।