ভোরের বার্তা ভাঙলো নিয়ম
শুধুই মানুষের স্বার্থে;
শীত-গ্রীষ্ম সবই প্রকৃতি মানে
হয়তো জীবন অর্থে।


মানুষ ভাঙলে ক্ষতি নাই কিছু
প্রকৃতি ভাঙ্গলেই ধ্বংস;
শেষ হয়ে যাবে ধরা থেকে
জীব মানুষের বংশ।


ব্যক্তি স্বার্থে এই দেশ পিছিয়ে
মুক্তি কিসে আছে;
প্রকৃতির স্বার্থে সনাতন বিশ্বাস
তবেই জীবন বাঁচে।


জীবনও প্রকৃতিতে সংঘাত কোথায়?
সংঘাত লোভ লালসায়;
মুক্ত হতে পারেই মানুষ
শুধুই অভিন্ন ভালবাসায়।


১লা অগ্রহায়ণ, ১৪২৯,
ইং '১৮/১১/২০২২,
শুক্রবার বেলা ১১:০৬।১৮৩৬, ২৪/১১/২০২২