ব্যক্তি স্বার্থে দেশের শাসন,
ভুগছে তাই এই জনগণ।
সন্তানহারা মায়ের কান্না,
পশুরাজের প্রাণ গলে না।


অন্যায় আজ মাথায় চড়ে
সম্প্রদায় সম্প্রদায় মারছে মরে।
শান্তির দেশে অশান্তি এনে
মুনাফা লুটে বিদেশী বেনে।


অপরাধী অপরাধ ঢাকতে,
বসছে এসে রাজ তখতে।
হিংসা দিয়ে, ঘৃণা দিয়ে
চলেনা শাসন এই নিয়ে।


মিথ্যা দিয়ে কদিন চলে?
সত্যের কথা তাইতো বলে।
পূর্ণ হলে মিথ্যার ভরা,
শাস্তি তোমার থাকবে ধরা।


ন্যায়-অন্যায়ের এইযে লড়াই,
সত্যের পথে কেমনে দাঁড়াই?
কষ্ট পেয়েই আসবে ফিরে
মিথ্যা ছেড়ে সত্য ধরে।


কেউ শেখে অপরকে দেখে,
কেউ শেখে নিজে ঠেকে।
আবার কেউ শেখে বই পড়ে,
কেউ শেখে শিক্ষক ধরে।


সত্য মিথ্যা বুঝতে হবে,
এই জনমে মৃত্যুর আগে।
পাপের ফল ভুগতে হবে
আজকে কিংবা কাল সকালে।


অব্যাহতি নাই রে ভাই,
সময় এলে বুঝবে সবাই।
সত্যের আলো পড়বে ঝরে
ঐ মিথ্যাচারীর মাথার পরে।


১৬ ই ফাল্গুন, ১৪২৬,
ইং ২৯/০২/২০২০,
শনিবার বেলা ৫টা। ৯৪৪, ১১/০৩/২০২০।