শান্তির প্রতীক কভু হয় না অতীত,
          থাকে জড়িয়ে জীবনের সাথে;
শিখিনা যে মোরা দেখে এই ধরা,
          অনন্ত জিজ্ঞাসা মানুষের মাথে।


মনের মর্মর ধ্বনি প্রাণে টেনে আনি,
          উত্থিত বাণী আজ বিশ্বলোকে;
দেও কিছু দেও, পাও বা না পাও,
          সেই চিত্ত চেতনার আলোকে।


আমি তুমি যারা আপন হারা,
          বিশ্বকে নিয়েছি আপন করে;
কেন ভয় আর কন্টক হার,
          পরাতে আপন কন্ঠের পরে।


আছে ব্যথা জানি, পরাণে তা মানি,
           তবু ছড়াবো সাম্যের বাণী;
নিয়ে এই আশা, অকূলে ভাসা,    
         কন্ঠে কন্ঠে উঠুক সেই ধ্বনি।


জগতের ভালমন্দে, হাসি আনন্দে,
            আমরা থাকিব মিশে সবে;
আনন্দ আসুক এই জীবন ভাসুক,
            সেই হাসির কল্লোল রবে।


১৬ই ভাদ্র, ১৪২৫,
ইং ০২/০৯/২০১৮,
রবিবার, বেলা ১১.৩০মিঃ। ৫৭২ তাং ০৩/০৯/২০১৮।