নিত্য যাহা ভালো-মন্দ
সম্মুখে তে আসে;
শিক্ষক রূপে হৃদয় মাঝে
লাগে তাহা কাজে।

যে যত শিখতে পারে
সে-ই সফল হয়;
জীবন পথে বাঁধার মাঝে
থাকেনা তাঁর ভয়।

১১ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৯/০৮/২০২৩,
মঙ্গলবার বেলা ১০:৩৪। ২১১৩, ১৯/৩৪, ৩০/০৮/২০২৩।

Correct conception.
  C.R.Sarker(Awakening consciousness)

Everyday what is good and bad
comes to the fore;
In the heart as a teacher
Always nocks on the door.

Learn as much as you can
Success will there;
Obstacles whichever will face in the way
Will get no fear.

১১ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৯/০৮/২০২৩,
মঙ্গলবার বেলা ১০:৩৪।