সত্যকে নিয়ে দিন যাপন
কভু মিথ্যারে প্রশ্রয়;
হিতের চাইতে অহিত বেশি
জীবনে এটাই নিশ্চয়।


তাকাও ফিরে পশ্চাত পানে
বুঝিতে পারবে তুমি;
মিথ্যারা শুধুই আঁধারে টানে
সত্যই আলোর ভূমি।


মিথ্যারা দেয় ক্ষণিকের সুখ
ওই সত্য চিরন্তন;
মিথ্যা আনে জীবনে ঘূর্ণিঝড়
বহে সত্য বিবর্তন।


শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ,
সেই জীবনের চক্রবাল;
ক্রমে ক্রমে অসীমের পানে
ছড়ায় তাঁহার জাল।


ইন্দ্রিয়জালে ভুলিও না তুমি
তাঁর ছলাকলায়;
মিথ্যা আশ্বাসে কেন ভাসবে
মহাসমুদ্রে ওই ভেলায়?


সত্য পড়ায় পায়ের বেড়ি
মিথ্যা কুহক বন্ধু;
পরিশেষে খেয়াঘাটে এসে
দেখি অপার সিন্ধু।


সত্য পরম, সত্য ধরম,
সত্যই যে সব;
সত্য ছাড়া নাই যে গতি
শুনি অন্তরের কলরব।


২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ১৩/০৬/২০২৩,
মঙ্গলবার দুপুর ১২:০৫। ২০৩৮, ১৪/০৬/২০২৩।