এই জগতে হারায় না তো কিছু,
মনটা মোদের লোভ লালসায় তলিয়ে যায়,
তাই পাওয়ার আশায় ছুটি পিছু পিছু।


বাইরের চোখে দেখি মোরা সবই নশ্বর,
চেতন শক্তি আনে ভক্তি হৃদয় মাঝে,
তাই অন্তর দৃষ্টি বলে সবই অবিনশ্বর।


জল ফুটালে বাষ্প হয়,
বাষ্প ভাগ হয়ে যায় হাইড্রোজেন আর অক্সিজেনে,
তাই যে মোরা বেঁচে আছি ধনে-প্রাণে।


আঁধার কি শুধুই দৃষ্টিহারা?
আনছে বয়ে আলোর ধারা
ঘোর আঁধার ঘেরা সেই যামিনীর শেষে।


দুইয়ে দুইয়ে চার হয় কার?
কঠিন জিজ্ঞাসা, কঠিন উত্তর,
দর্শন আর বিজ্ঞান নিয়েছে সমাধানের ভার।


ব্রহ্মবাদের অন্ধকারে ডুবিসনা-রে,
অন্ধকারের অথৈ জলে্ হাত্রে মরে-
কভু আলোর দিশা পাবিনা রে।


যুক্তি-তর্ক আর গুন মানে,  
দেখে শুনে এবার চলতে হবে,
তবেই সবার দেখা হবে সত্যের সনে।


জগতে সত্যই কেবল অবিনশ্বর,
মিথ্যাচার, অসত্যের ভার বইছে যারা,
একদিন ভেঙ্গে-চুরে ছন্নছাড়া হবে তারা।


মিথ্যা ভাবে ক্ষণিক তরে, ভাল আছে,
মোহমায়া নয় তো কায়া, ক্রমে ভুল ভাঙ্গে,  
পরিণামে সত্য এসে আলোর মাঝে থামে।


৫ই কার্তিক, ১৪২৫,  
২৩/১০/২০১৮,
মঙ্গলবার, বেলা ১১টা।  ৬২১ তাং ৩০/১০/২০১৮।