সত্য কে মুছিতে পারে,
এমন কে আছে হেথায়?
মিথ্যা অনাচার আর তার দম্ভ,
ক্ষণিকের তরে হেথা পুচ্ছ নাচায়।


সত্য ধর্ম, সত্য কর্ম,
সত্যই এই প্রকৃতির সার,
সত্য বিনা জগতে সবই মিথ্যা,
কেউ নেবেনা তো জীবনের ভার।


সত্য পুন্যে হেলা খেলা,
মিথ্যা পাপে ভাসায় ভেলা,
ধর্মের কথা, কোথা তুমি পাবে?
মোহ-মায়া,  জীবনের ভার লবে।


জন্ম সত্য মৃত্যু সত্য,
মিথ্যা মোহময় বিভীষিকার রাত,
ক্ষনিকের স্বার্থ লোভে, ভুলে প্রকৃতিকে,
জগত জুড়ে ওঠে সেই নাদ।


সত্য দুঃখ, সত্য কষ্ট,
মিথ্যা ওই ক্ষণিকের সুখ,
সত্যকে ছাড়িয়া কেহ পায় নাই,
দেখিতে সেই পরম পুন্যের মুখ।


২৮শে বৈশাখ,১৪২৬,
ইং ১২/০৫/২০১৯,
রবিবার, বেলা ১০টা। ৬৯৬ তাং ১২/০৫/২০১৯।