অণুতে অণুতে মিলনের ফলে
          শক্তির উদ্ভব;
ওই শক্তি থেকেই মহান সৃষ্টি,
           জীবন সম্ভব।


শুক্রাণু পুরুষ, ডিম্বাণু প্রকৃতি,
         হলো মহাবিস্ফোরণ;
তাহা থেকেই হলো সৃষ্টি  বিশ্ব,
           নয় অকারণ।


চন্দ্র, সূর্য, আর গ্রহ, তারা,
       দেখি নভোমন্ডলে;
তেমনি জীবন  উদ্ভিদ, প্রাণী,
         এই ধরাতলে।


শক্তি ক্ষয় ধীরে ধীরে হয়,
        অনুভবি যাহা;
হয় কারণে নয় অকারণে,
       মেনে নেই তাহা।


বিস্ফোরণে হলো যেমন সৃষ্টি,
      বিস্ফোরণে শেষ;
শক্তি অণু-পরমাণুতে ভেঙেচুরে,
       হয় যে নিঃশেষ।


মোদের মৃত্যুর সময় মনে পড়ে,
    দোজখ বেহেশতের কথা;
এই মিথ্যা বিশ্বাস, মিথ্যা সংস্কার,
      সত্যের বিপরীতে সাধা।


২৭ শে আষাঢ়, ১৪২৭,
ইং ১২/০৭/২০২০,
রবিবার বেলা ৩:২০। ১০৬৬, ১৩/০৭/২০২০।