চালাকি করে কি পার পাওয়া যায়?
মিথ্যার আবোল তাবোল সত্যতে ধায়।
ধর্মের নামে যারা গৃহ ছাড়ি হিমালয়ে যায়
কোন লোভে পুনঃ সংসারী ফিরে তারা হয়?


হাজারো প্রশ্ন আসে আজ মনের ভিতর
কে কাঁদে-বুকে ব্যথা নিয়ে কোন দুঃখ তার?
কোথায় শান্তি আর কোথায় সেই রামরাজ?
হিংসার অনলে জ্বলছে মাথায় ভেঙে পড়ে বাজ।


এই বর্তমান ছেড়ে যারা ওই অতীত পানে ধায়
তাঁরা যদি বলে উন্নতির কথা তাহা মিথ্যা নয়?
কোন কালে কে ছিল, কে দিয়েছে উপদেশ?
যুগের আবহে ঘটে পরিবর্তন নয় তাহা বেশ?


অতীতের বুকের পরে দাঁড়ায় বর্তমান ও ভবিষ্যৎ
উন্নতির শিখর যাওয়ার জন্য খোঁজে শান্তির পথ।
মত পথ ভিন্ন হবে, স্বতন্ত্র মানুষের এটাই নিয়ম
অতীতকে বর্তমানে এনে যায়না পাওয়া সেই পরম।


জীবনের অলিগলি এখনো গভীর অন্ধকারে ঢাকা
কি করে গড়াবে বল- কঠিন জীবন রথের চাকা?
ওই যোগী ঋষি যদি আসে এই সংসার জীবনে
লোভ, মোহ, মায়ায় পড়ে হবে ধ্বংস সেই ক্ষণে।


অস্তিত্ব ধ্বংসের মুখে রিপু নির্ভর অষ্ট দিকপাল
চেতন থেকে অবচেতনে এসে কেমনে ছিঁড়বে মায়ার জাল?
মিথ্যায় জড়িয়ে দেহ মন হলো অন্ধকার সাধনার বন
প্রশ্ন কোন সাধু, কোন ঋষির, সত্যিই কি মুক্ত তাদের মন?


চালাকির দ্বারা হয় না কভু জগতে কোন মহৎ কাজ
সুন্দর দৃষ্টি নিয়ে দেখো চেয়ে অতীত ও বর্তমানের রাজ।
মনে প্রানে চাও যদি পাবে খুঁজে সেই সত্যের পথ
তবেই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রবে তব সৃষ্ট মত।


৩রা বৈশাখ, ১৪৩০,
ইং  ১৭/০৪/২০২৩,
সোমবার সকাল ১০:০৭। ১৯৮১, ১৮/০৪/২০২৩।