সত্যই সুন্দর, মিথ্যা কুৎসিত,
     সুন্দর কে দেখে মানুষ,
     মিথ্যা যে শুধুই ফানুস।
মিথ্যা চলে যায় চোখের অন্তরালে,
সত্য জড়ায়ে থাকে প্রাণের ভিতরে,
যখন ইচ্ছা হয় তারে পাই দেখিবারে।


কর্মযোগে ভালোলাগা, ভালোবাসা, থাকুক ঠাসা,
সমাজের প্রেক্ষাপটে দুর্বার হোক কবিদের ভাষা।
আসুক চেতনা মানুষের মনে,
অন্যায় অবিচার ভেসে যাক বানে।


১৪ই আশ্বিন, ১৪২৬,
ইং  ০৩/১০/২০১৯,
বৃহস্পতিবার, সকাল আটটা।  ৭৯৭, ০৩/১০/২০১৯।