ছাগল গরু বিক্রি হয় পথে, ঘাটে, মাঠে,
সত্য কভু হয়না বিক্রি যতই মূল্য জোটে।

করোনাতে আমরা যেমন হলাম দিশাহারা,
রাজনীতির এই অন্ধ গলি খুঁজে পেল কারা?

করোনা ও হেরে যাবে এই মানুষের কাছে,
সত্য মিথ্যার বিচার হবে যদি ন্যায়নীতি বাঁচে।

সেই আশাতেই কিছু মানুষ চেয়ে ভবিষ্যতের পানে,
ধুলোবালির এই ঝড় একদিনে, যাবেই যাবে থেমে।

সত্যনির্ভর এই প্রকৃতিকে পারে নাই কেউ বাঁধতে,
সত্যের পথে সত্য যাবে সেই সত্যকে সাধতে।

সত্যের জয় রুখবে কে?  আছে কার হিম্মৎ?
অমানুষদের জন্য আছে পরে শাস্তির জাহান্নাত।

২রা পৌষ, ১৪২৭,
ইং ১৮/১২/২০২০,
শুক্রবার বিকেল ৩:৪৫।১৫৩৪, ১৮/১২/২০২১।