ঘর বেঁধেছে চার দেওয়ালে,
         থাকবে সুখে বলে;
সুখের আশা, সুখের ভাষা,
          নিজের মনে চলে।


কালের গতি, বোঝার মতি,
         থাকতে হবে সবার;
না বুঝিলে হেরে যাবে,
       নেইকো আশা পাবার।


যার ভেঙেছে সে-ই বোঝে,
         ঘর হারাবার জ্বালা;
ব্যথার ব্যথা হৃদয় হেথা,
         পরে কাঁটার মালা।


সবার পাওয়া, সবার চাওয়া,
          এক হবে না কভু;
জেনেও তাহা বলছি আহা,
          লড়াই করি তবু।


৬ই শ্রাবণ, ১৪২৫,
ইং ২৩/০৭/২০১৮,
সোমবার, ভোর ৬.৩০মিঃ। ৫৩৬ তাং ২৪/০৭/২০১৮।