সেই আমি, সেই তুমি,
        সেই চলার পথ;
চলতে চলতে, পথে পথে,
      পেয়েছি নানান মত।


ক্রমে ক্রমে, ধীরে ধীরে,
          দূরে চলে যাই;
শুধুই মতে পথে সংঘাত,
          চোখে দেখা নাই।


হাঁটতে হাঁটতে দিগন্তের পানে,
       মনে হয়, ঐখানে-
          শেষ হবে পথ;
নাই কেউ-মোর চারিপাশে,
    একা একা আছি বসে,
          যদি আসে রথ।


নিঃস্ব আমি, নিঃস্ব তুমি,
   মোহ মায়ার কুয়াশায়-
           ঢাকা চারিধার;
জীবনের পুরাতন তারে,
    বাজিবেনা সেই সুরে
      অপরূপ রূপের আধার।


২৮শে পৌষ,১৪২৪,
ইং ০৫/০১/২০১৮
শক্রবার, বেলা ২টা,