শীতের দিনে
গরম মুড়ি নলিন গুড়ে
থাকে বন্ধু হৃদয় জুড়ে।

কৈশোরের সেই দিনগুলো আজ
স্মৃতির পাতায়;
চাদর গায়ে রোদে বসে
ভাবতে পরাণ আজও মাতায়।

বাঁ-হাতে বইয়ের পাতা উল্টে দিয়ে
ডানহাতে নলেন গুড় চাটতে গিয়ে
উল্টে গেল মুড়ির সাজি,
মায়ের বকুনিটা আজও শুনি "ওরে পাঁজি"।

আদর করে বলছে মা
আয় নিয়ে আয় তোর সাজি;
হাসতে হাসতে এক কথাতেই হলাম রাজি।

কোথায় যেন হারিয়ে গেল
কৈশোরের সেই আনন্দের দিনগুলো।
মায়ের কথা ভাবি আজ
ওই আকাশ পানে চেয়ে চেয়ে;
দুই নয়নে ঝরে অশ্রু
আমার কপোল বেয়ে বেয়ে।

আমিও যে বৃদ্ধ হলাম
মায়ের কাছে যাবার সময় -
এবার বুঝি হয়ে গেল;
সেই আনন্দঘন দিনগুলো কি
ফিরে পাবো?
বন্ধু - তোমরা কি কেউ বলতে পারো?

৭ ই পৌষ, ১৪২৮,
ইং ২৩-১২-২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:২৬। ১৫৪১, ২৫-১২-২০২১।