সেই অখন্ড ভারতবর্ষ ছিল
                সুন্দর মোদের দেশ;
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খৃষ্টান,
                ভাবতে লাগে বেশ।


ইংরেজের ওই প্ররোচনায়,
                 কিছু স্বার্থান্বেষী মিলে;
সুন্দর দেশটা টুকরো করে,
                   ভিখারি করে দিলে।


ভিক্ষাবৃত্তি এখন মোদের,
               মোরা আজ পরনির্ভর;
মোদের সম্পদ নিয়ে ওরা,
            বিশ্বসভায় করে দরবার।


যেই দেশে জ্ঞানীগুণীর
                ছিলনা মোটেই অভাব;
এখন পরধনে  নির্ভর করা,
                হয়েছে মোদের স্বভাব।


আমাদের এই দেশই জন্মেছিল,
   জগদীশচন্দ্র, আচার্য প্রফুল্ল চন্দ্র,
   সত্যেন বোস, মোহাম্মদ   কুদরত
-এ-খোদা, এপিজে আবদুল কালাম,
ব্যক্তি স্বার্থে সকলই আজ-
                   মোরা জলাঞ্জলি দিলাম।


একবার সবাই ভাবো বন্ধু,
                   আফগানিস্তান থেকে বার্মা;
আর তিব্বত থেকে শ্রীলঙ্কা,
                     অখন্ড ছিল জন্মভূমি মা।


এমন সুন্দর ভূখণ্ড পৃথিবীতে,
                            আর কোথাও আছে?
হিংসা দ্বেষে জ্বলে পুড়ে,
                             মানুষ কেমনে বাঁচে?


সেই হিংসার বীজ ছড়িয়ে গেল,
                              ওরা জন্ম-জন্মান্তর;
আমরা আজকে খেলার পুতুল,
                          হলাম শুধুই পরনির্ভর।


নোবেল জয়ীর অভাব নাই,
                             আমাদের এই দেশে;
সৃষ্টি, সেবায়, এত নোবেল,
                            আর কোথাও আছে?


তবুও আমরা বিবেকহীন,
                               দুঃখ কোথায় রাখি;
নতুন করে ভাবতে হবে,
              মোদের সেইটুকুই আজ বাকি।


জাগো সবাই জাগো এবার,
                         আমাদের মুষ্টিবদ্ধ হাত;
আমরা সবাই আনব আলো,
                                 দূর করে এই রাত।


২৫ শে আশ্বিন, ১৪২৭,
ইং ১২/১০/২০২০,
সোমবার বেলা ১১:২৪।  ১১৫৮, ১৩/১০/২০২০।