ব্যর্থ হল প্রেম প্রীতির চেষ্টা
হেরে তিহার জেলে যায় কেষ্টা।
অক্সিজেন আর কেউ দেবে না
সে কথা আর কেউ ভাবে না।


শঙ্কা এবার সবার জেলে যাওয়া
আসছে বুঝি ওই উল্টো হাওয়া।
ভাবছে এবার হলো যাবার পালা
তাই ভয়ে হৃদয়ে হচ্ছে ফালা ।


ওই সুখের পরে দুঃখ আসে
সেই সত্যটা চিরদিন হাওয়ায় ভাসে।
ভুলতে গেলেও যায় না ভোলা
ন্যায়ের চোখ যে থাকে খোলা।


সমাজে অন্যায় যারা করেই চলে
ন্যায় তাদের কথা বলেই বলে;
বিচারে একটা একটা ধরে ধরে
ক্রমে ক্রমে ওদের পোরে জেলে।


আরে পাপের পথে চলে যারা
অন্যায়ের পর অন্যায় করে তারা।
ওই সত্যের পথ স্বচ্ছ সুন্দর
মূল্য পায় কেবল সেই পুরন্দর।


৪ঠা পৌষ, ১৪২৯,
ইং ২০/১২/২০২২,
মঙ্গলবার বেলা ১০:৪৩। ১৮৬৪, ২২/১২/২০২২।