স্বপ্নের মাঝে তাই শরৎকে দেখতে পাই
নদী পাড়ে কাশফুল হাওয়ায় দোলে তাই
            আবেগে মেলে ধরি
            তাঁহারে বুকে করি
অনন্তের স্বাদ আর যেন কখনো না হারাই।


আকাশের মেঘদল ওই উড়িছে হলহল
ভাসে পুব থেকে পশ্চিমে নাই কোন কোলাহল
                মৌনতায় কি আনন্দ
                 প্রেমেতে বুঝি অন্ধ
ওই ভাসে ওরা হাসি মুখে দেখো ওই দলে দল।


এমনও সময় ছিল কাল এসে কেড়ে নিল
ঈদ আর দুর্গাপূজা আনন্দে একসাথে মেতেছিল।
                  লঞ্চঘাট ফেরিঘাট
                   ভরা ছিল ঠাটবাট
কালের গতি তাই মন থেকে সব যেন কেড়ে নিল।


ওই রাম রহিম একসাথে হাতে হাতে ধরে ধরে
ছুটি তো মনের সুখে দিলখোলা গানের সুরে
               ঈশ্বর আল্লাহর একই দিল
                শরৎ করিতো ঝিলমিল,
এই দিন যাবে চলে আবার শরত আসিবে ঘুরে


আশায় আশায় বাঁধি বুক অন্তরে নাই সুখ
ভেদাভেদে আমাদের সমাজেতে আনে দুখ
               রূপে রসে শরতেতে
                প্রকৃতিই থাকে মেতে
আমরা সেই আনন্দ থেকে কি ফিরায়ে রাখি মুখ?


  ১৬'ই আশ্বিন, ১৪৩০,        
ইং ০৪/১০/২০২৩,
বুধবার দুপুর ১২:৩২। ২১৪৮, ১৯/১২৭, ০৫/১০/২০২৩।


প্রিয় কবি বন্ধু মোঃ সিরাজুল হক ভূঁইয়ার অনুপ্রেরণায় লিখে ফেললাম শরতের সুখ দুঃখ