শস্যশ্যামল সোনার বাঙলা,
রেখেছে বেঁধে স্নিগ্ধ মায়ায়,
            কেমনে ছিড়িবে সে বাঁধন?
হেথায় বাঁধা সবার অন্তর জন্মজন্মান্তর,
        এ নহে সেই আরবের মরুপ্রান্তর।


বাংলার বুকে পুনঃ পুনঃ ফিরে আসা,
              জন্মান্তরে কবির আশা;
হয়তো আসিবে ফিরে, গাংচিল, কিংবা
শালিক হয়ে, আবার এই বাংলার ঘরে,
নয়তো বা মানুষ হয়ে মা বাংলার ক্রোড়ে,
         এ কবি বন্ধুর একান্ত ভালবাসা।
বাংলাকে যে পেয়েছে অনুভবে একবার,
আসিতেই হবে তাঁরে বাংলার ঘরে বার বার।


জীবনানন্দের আনন্দ বয়ে,
           বাঙলা মায়ের রূপে মুগ্ধ হয়ে;
জারি, সারি, ভাওয়াইয়া, মুরশিদি,
         প্রাণের আবেগে নানান গান গেয়ে।


যতই দেখিবে তাঁরে, স্নিগ্ধতায় প্রাণ হরে,
এমন মায়ের আচল বিছায়ে সন্তানের তরে,
           পাবে না কোথাও জগৎ ঘুরে।


২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৫।
ইং ০৯/০৬/২০১৮,
শনিবার, ভোর ৮.১৫মিঃ।  ৫৫১ তাং ১১/০৮/১৮।