জীবন পথে চলতে গেলে,
নিত্যনূতন সংকেত মেলে,
সেই সংকেত এর সূত্র ধরে,
জীবন হেথায় এগিয়ে চলো।
এই সংকেত থেকে যাহা পেলে,
তাকেই তো সবাই শিক্ষা বলে।


কেউবা শুনে শেখে,
    কেউবা পড়ে দেখে,
      কেউবা আবার ঠেকে শেখে।
জীবন পথে যাহা শেখা,
                সবই তো ঠেকে শেখা।


শিক্ষা, দীক্ষা কঠিন ব্যাপার,
সেই চেতনা থাকে না সবার।
সেই ছাত্র, গুরু, কোথায় পাবে?
শুধু প্রকৃতিটাই শেখায় ভবে।


শিখতে পারো সত্যি হলে
যদিও তা কঠিন লাগে;
মিথ্যা শিখতে হয় না কষ্ট,
মন আনন্দেতে নাচতে থাকে।


গুরুর কথা যদি বলো
জানতে হবে কে শেখাবে?
এই প্রকৃতি যে আসল গুরু
তার মূল্য কেউ কি দেবে?


১৫ ই আষাঢ়, ১৪২৭,
ইং  ৩০/০৬/২০২০,
মঙ্গলবার দুপুর ১২টা। ১০৫৮, ০৫/০৭/২০২০।