আলো ঝড়ানো দিনের আলোয়,
       রাতের আঁধার দেখি;
এ কি ! সেই আলো নয়?
        তবে সে কি?


যে শিক্ষা মানুষ পেলো,
      তা কি শিক্ষা নয়?
চেতনার আলো কতটুকু এলো,
      ভাবতে লাগে ভয়।


কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এলো,
      জ্ঞান বিকাশের নামে;
জ্ঞানের আলো জ্বললো না তো,
      সীমানা ঘেরা ধামে।


সমাজ সেবা করতে গিয়ে,
      ব্যক্তি সেবা আসে;
দেশ চলে যায় রসাতলে,
      ব্যক্তি সুখে ভাসে।


এই কি আলো? আঁধার বলো,
দিন ফুরানো রাতের কালো,
     বঞ্চনার চাকা ঘোরে;
ভালোর লাগি রাত্রি জাগি,
শুক্তি থেকে মুক্ত মাগি,
     বেড়ায় দোরে দোরে।


দৃঢ় চিত্তের ঐ পথ যাত্রি,
শেষ করে আঁধার রাত্রি্‌,
     এক সাথেতে মেলে;
সেই মুক্তগুল মালা হয়ে,
আলোর বন্যা আনবে বয়ে,
   ধন্য হবে মায়ের ছেলে।
     শিক্ষা তাকেই বলি।।
       ৪ঠা অগ্রহায়ন,১৪২৩,
       ইং ২০/১১/২০১৬,
       রবিবার, সকাল ৯টা।