হেমন্তের শেষে আসে শীত
আমেজ নিয়ে প্রাণে;
খেজুরের রস, নলেন গুড়
মাতায় তাহার ঘ্রাণে।

ধনীদের চলে আনন্দের মেলা
নামতে পৌষ মাস;
গরিবের প্রাণে কাঁপন ধরায়
বুকে ওঠে দীর্ঘশ্বাস।

ধনীদের গায় গরম পোশাক
নানান রঙের দেখি;
ধনী গরিবের বিভেদটা ওই
মরমে মরমে শিখি।

ধনীদের ঘরে বনভোজনের
আবেশটা থাকে মিশে;
পৌষ পার্বণের রসালো পিঠা
দেখায় তাদের দিশে।

বনভোজনের হিড়িক দেখি
লেগেই চারিদিকে;
দিনের আলো গরিবের ঘরে
হয়ে আসে ফিকে।

গরিবরা তাদের দু'মুঠো খাবার
পায় না কষ্ট করে;
গাছের পাতায় আগুন জ্বালিয়ে
ছলছল চোখে ওরে!

ওদের আগুনের তাপ পরম তৃপ্তির
খাবার, পোশাক ছাড়া;
দেশের শাসক বোঝে না তাহা
আর বুঝবে বলো কারা?

আমরা যারা ভাবতে পারি
তারা ও ভাবি না;
সবার অধিকার সমান বন্ধু
এ মোদের জন্মভূমি মা।

৪ঠা পৌষ, ১৪২৮,
ইং ২০/১২/২০২১,
সোমবার সকাল ১০:২৫। ১৫৩৬, ২০/১২/২০২১।