হুক্কা হুয়া ডাকছে শিয়াল,
ভয় পাচ্ছি আজ;
ওদের লক্ষ্য গরীবের ঘর,
বেড়া ভাঙ্গা কাজ।


গরিব পোষে দুটো মুরগি,
ওটাই যে সম্বল,
সুযোগ পেলে নেবে কেড়ে,
মোদের গায়ের কম্বল।


স্বার্থপর ওই ধূর্ত শেয়াল,
জানি পন্ডিত মশাই;
রাজনীতিটা শিখে নিয়ে,
আজ সেজেছে গোসাই।


গরীবের ঘর ফাঁকা করে,
নিজের ঘর ভরে;
ভালো ভালো কথা বলে,
হাকে উচ্চঃস্বরে।


এই শিয়ালের ছড়াছড়ি,
দেখি চারিদিকে;
দেশের রস শুষে নিয়ে,
করে দিচ্ছে ফিকে।


২ রা কার্তিক, ১৪২৭,
ইং  ১৯/১০/২০২০,
সোমবার বেলা ২টা। ১১৬৬,  ২১/১০/২০২০।