শ্রাবণ মাসে আকাশ চুমে,
          নামছে বৃষ্টির ঢল;
চারিদিকের সবুজ ক্ষেতে,
           জমছে কত জল।


দূর দিগন্তে মেঘের ছায়ায়,
হালকা সবুজ গাছের পাতায়,
        দোল দিয়ে যায় দখিন হাওয়ায়;
ধানের ক্ষেতে রূপের বাহার,
ঢেউ খেলে যায় সবুজ তাঁহার,
        মন ভুলে যায় এ কোন মায়ায়।


ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
শীতল হাওয়া ঝাপটা দিল,
   বুকের মাঝে বাজলো বাঁশি এ কোন সুরে;
বৃষ্টির ছোঁয়ায় ভুলিয়ে দিল,
মন পরাণ সব কেড়ে নিল,
   পথিক প্রবর উদাস মনে তাকিয়ে ঐ দূরে।


হায়রে আবেশ, হায়রে নিবেশ,
ভালবাসার কোথায় যে শেষ?
      তাঁরে যুক্তি দিয়ে যায় না মোটেই বাঁধা;  
কানু নীপবিথীর শাখায় বসে,
বাজায় বাঁশী আপন সখে,
     কি পেয়েছে প্রেমের দোলায় দুলে ঐ রাধা?    


৭ই শ্রাবণ, ১৪২৫,  
ইং ২৪/০৭/২০১৮,
মঙ্গলবার, সন্ধ্যা ৭.২০মিঃ।  571 dtd 02/09/2018.