অমানুষ মানুষকে খুন করে
ওই ব্যক্তি স্বার্থের ঘোরে;
তাই পাকিস্তানের জঙ্গি শাসক
খুন করেছিল বাংলার বিবেকেরে।


আমরা বুদ্ধিজীবী তাঁদের বলি
যারা বুদ্ধি দান করে খায়;
সুখে দুখে নানান ভাবে
তাঁদের দিন চলে যায়।


আমরা আজ বুঝতে পারি
কি সম্পদ হারায়েছি মোরা;
অর্থ মূল্যে যায় না পাওয়া
কে দেবে সেই সংস্কৃতির জোড়া?


আমাদেরই কেউ যুক্ত ছিল
জানি সেই অমানবিক কাজে;
পেরেছি কি চিনতে তাদের-
যারা আজও আছে মিত্র সেজে?


সুযোগ পেলেই আঘাত হানবে
অস্থির করতে এই সমাজকে;
আমাদের হীনমান্য করে দেবে
ধ্বংস করে দেশের বিবেককে।


ঘরপোড়া গরু যদি সজাগ না হয়
ওই আসবে বিপদ ধীরে ধীরে;
কোন বাঁধাই মানবে না আর
আমরা কষ্ট পাব আবার ফিরে।


তাইতো বলি সবাই এবার
ওই মুক্তি যুদ্ধে শামিল হও;
আর দেশের শত্রু নিধন করে
সেই মুক্তির পথ বেছে নেও।


আর যেন না ফেরে সেই
চোদ্দই ডিসেম্বরের কালো দিন;
তবেই আমরা পারবো বন্ধু
শোধ করতে তাঁদের ঋণ।


অশ্রু জলে স্মরণ করি
ওই সকল বুদ্ধিজীবী শহীদদের
আমরা যেন না ভুলে যাই
স্বার্থের অন্ধকারে ওই তাঁদের।


২৭ শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ১৪-১২-২০২২,
বুধবার সকাল ৮:০৯। ১৮৫৭, ১৫-১২-২০২২।