কান পাতলেই শোনা যায় কেউ বলছেন
ও মশাই- শুনছেন?
ওই মানুষের দুঃখের কথা বুঝছেন?


ইংরেজ চলে গেল দেশ স্বাধীন হলো
দুশ বছরের পরাধীনতা
শোষনের সেই মর্মব্যথা।


কানে বাজে সেই শব্দগুলো
শুনছেন ও মশাই শুনছেন?
অখন্ড ভারতের সেই হৃদয়বিদারী
আর্তনাদ বুঝছেন? ও মশাই বুঝছেন?


ক্ষমতার লোভ ব্যক্তি ভোগ
জাতিবিদ্বেষ চড়চড় করে চড়ছে,
আর এখানে ওখানে মানুষের রক্ত ঝরছে।
আর সেই শব্দ দুটি বাতাসে উড়ছে
শুনছেন? ও - মশাই শুনছেন?


জাতিবিদ্বেষ এই বাঙালি জাতিকে
দুই টুকরো হতে দেখছেন।
তাই আবার বলতে ইচ্ছা হয়
শুনছেন? ও মশাই শুনছেন?


এসে জ্ঞান বিজ্ঞানের মধ্য গগনে
জাতি বাঙালি কি ডুবছেন?
তারস্বরে আর বার বলি
শুনছেন? ও মশাই শুনছেন?


চেতনার আলো হৃদয় কন্দরে
মাথা খুঁড়ে বুঝি মরছে
আর মাথার ঘাম দরদর করে
বুঝি পায়ে ঝরে পড়ছে?


জাগবে না ঘুমন্ত বাঙালি,
আর জাগবে না
বিশ্বের সবাই বুঝি আজ তাই বলছেন
শুনছেন? ও মশাই - শুনছেন?


ধর্মীয় মৌলবাদীরা জাতিসত্তাকে
টুকরো টুকরো করে দিচ্ছেন;
মায়ের রক্ত, সন্তানের রক্ত ধরিত্রির মাটি
লাল করে ওই দিচ্ছেন
শুনছেন? ও - মশাই - শুনছেন?


১৯শে বৈশাখ, ১৪৩১
ইং ০২/০৫/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১১:৫১। ২৩৫৭, ২১/৩৬ ০৩/০৫/২০২৪।