শুনে যাও তুমি, বলে যাও তুমি,
            আমার, তোমার কথা;
সেই কথাগুলো যে হারায়ে গিয়েছে,
            রয়ে গেছে শুধু ব্যথা।

যৌবনের তাগিদে, জীবন সাজাতে,
      মোরা দেখেছিনু দুইয়ে দোহারে;
কাছে আসি নাই, পাশে পাই নাই,
      তবু ভুলি নাই কেউ কাহারে।

চলে গেছি দূরে, দেখি আজ ঘুরে,
         স্মৃতির পাতায় খুঁজে পাই;    
তুমি আমি যেন- দাঁড়ায়ে আছি,
         নির্জন সাগর পাড়ে তাই।

এসো এসো আজ নামিয়াছে সাঁঝ,
          বুঝি সময় পাবোনা আর;
হয়নি তো বলা, তবু পথ চলা,
           কেটে যাক রেশ তাঁর।  

৮ই বৈশাখ, ১৪২৫,
ইং ২২/০৪/২০১৮,
রবিবার, রাত ১০টা। ৫২৬ তাং ১২/০৭/২০১৮।