যখন তুমি ছিলে কাছে
তখন তোমায় ডাকিনী যে।
ডাকার সময় পাইনি বুঝি
কাজের ফাঁকে তোমায় খুঁজি।


যখন গেলে দূরে চলে
না বলে আমায় ফেলে;
তোমার অভাব বুঝতে পারি
তেল ছাড়া প্রদীপ জেলে।


বাজে রিনিঝিনি পায়ের নূপুর
বুকের মাঝে আমি শুনি;
না থাকলে এই দেহে পরান
কি লাভ হবে আর দিন গুনি?


পারিনা আর থাকতে একা
তোমার কথা মনে করি;
সময় কাটে রাত্রি আসে
রাখি তোমায় বুকে ধরি।


১৫ই অগ্রহায়ণ , ১৪২৯,
ইং ০২/১২/২০২২,
শুক্রবার রাত ১১:৩৩। ১৮৪৫, ০৩/১২/২০২২।