যারা ধর্ম জাতের ভাবনা ভাবে,
         তারা দেশের কথা ভাববে কবে?
ভাবনা তাদের ফুরিয়ে যাবে,
                 ব্যক্তি স্বার্থে জড়িয়ে রবে।


হিংস্র পশু বোঝে নিজের ব্যথা,
                   ভাবেনা তো পরের কথা;
পাশবিক অত্যাচারের কত গাথা,
                     মূল চক্রী শীর্ষের মাথা।


মানুষ মোরা কোথায় যাব,
               পশুর দলে নাম লেখাবো?
ভাবনা এবার ভাবতে হবে,
                     তবেই মানুষ বেঁচে রবে।


এই মানবতা আর মানববন্ধন,
                 এত মানুষের অন্তরের ধন,
হারিয়ে গেলেই শুরু ক্রন্দন,
              বাঁচবে কেমনে মানব জীবন?


তবে কি ---
যুগের তালে হারিয়ে যাবে
                        মনুষ্যত্ব আর মানবতা?
এই মানুষ জাতি ধ্বংস হবে,
                 শুনতে কি পাও সেই বারতা?


১৬ই শ্রাবণ, ১৪২৬,
ইং ০২/০৮/২০১৯,
শুক্রবার, সকাল ৮.৩০। ৭৪৬, তাং ০২/০৮/২০১৯।