সুখের মাঝে দুঃখ আসুক,
          নইলে সুখের মূল্য কোথায়?
সুখের মাঝে দুখের কথা,
             মানুষ বলে আপন ব্যথায়।


দুঃখ ছাড়া সুখ আসে না,
          যেমন আঁধার ছাড়া আলো;
বসন্তের পরে গ্রীষ্ম আসে,
        মোদের লাগেনা তো ভালো।


সুখ শান্তি, ভুল ভ্রান্তি,
              হেথায় জীবন ভর চলে;
হারজিতের এই খেলা ঘরে,
        প্রকৃতি নিজের ভাষায় বলে।


মানতে হবে জানতে হবে,
          সব কিছুই, ইচ্ছা অনিচ্ছায়;
জন্মের পরে মৃত্যু আসে,
             তাহা মানুষকে ও ভাবায়।


সুখ দুঃখের মিলন মেলায়,
                    খেলছি মোরা খেলা;
খেলতে খেলতে হারিয়ে যাব,
                       সেই সন্ধ্যা বেলা।


২৩শে পৌষ, ১৪২৫,
ইং ০৮/০১/২০১৯,
মঙ্গলবার, সকাল ৯টা। ৬৭১ তাং ১০/০১/২০১৯।