দুদিন পরে বিজয় দিবস
স্মরণীয় ১৬ ই ডিসেম্বর
পরাধীনতার শৃংখল ছেড়ে
বাঙালি হয়েছে স্বয়ম্বর।


এই মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে
ত্রিশ লক্ষ মানুষ;
নির্যাতিত দুইলক্ষ মা-বোনেরা
আছে কি এই প্রজন্মের হুস?


প্রকৃত মুক্তিযোদ্ধা পায়নি সম্মান
আজ দুঃখ লাগে মনে;
যে সব মা বনেরা ইজ্জত হারালো
সঠিক ব্যবহার হয় নি তাঁদের সনে।


নানান ভাবে সাহায্য করেছেন
এই মা-বোনেরা সব;
তাঁদের সেই সম্মান কবে মিলবে
তুলছে কি কেউ রব?


পুরুষ শাসিত সমাজ বলেই
হয়তো এমন হলো;
নারীর সম্মান মায়ের সম্মান
সন্তান ছাড়া কে রাখবে বল?


যারা মুক্তিযুদ্ধে বাইরে ছিল
শুধুই প্রাণের ভয়ে;
তারাই এখন বড় মুক্তিযোদ্ধা
বাংলাদেশের হয়ে ।


যাদের সম্মান পাওয়ার কথা ছিল
পাইনি সম্মান তারা;
সব মুক্তিযুদ্ধরা কি রাজাকার হলো
আজ পাচ্ছে ভাতা কারা?


ভাতার প্রশ্ন? আর চাকরির প্রশ্ন?
প্রশ্ন আসে অনেক;
নীল আকাশ আজ রাখছে ঢেকে
ওই অজ্ঞানীদের মেঘ।


বাঙালির এ কোন স্বাধীনতা
কিসের বিজয় দিবস?
রাজাকারদের রাজ রমরমা দেশে
খাচ্ছে চুষে রস।


জাতিবিদ্বেষে আর ওই ধর্মবিদ্বেষে
আজ বাঙালা ধ্বংসের পথে;
আছো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা
আবার ভাবো নিজেদের মতে।


২৭শে অগ্রহায়ণ,১৪৩০
ইং  ১৪/১২/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১:১৬। ২২১৮, ২০/১৭, ১৫/১২/২০২৩।