বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে,
অভিজ্ঞতাই মানুষকে তিনমাথা করে।
বুদ্ধি যদি নিতে হয় যাও তিন মাথায়,
বৃদ্ধই বুদ্ধি দেবে পরিপূর্ণ অভিজ্ঞতায়।
সাপের বিষের জ্বালা বুঝবে কেমনে,
একজন বুঝে তাহা সাপের দংশনে।
শিক্ষাই অভিজ্ঞতা দেয় জীবন সংগ্রামে,
জীবনের পথ চলা সে কি শুধু ভ্রমে?
আগুনে হাত দিলে দেহ দহিবে ,
দহনের দহন জ্বালা আর কে কহিবে?
না বুঝিয়া তুমি করিও না কাজ,
জীবনটা নয় বন্ধু অবোধের রাজ।
সময় চলিয়া গেলে ফিরবে না তাহা
হারাইও না জীবন ধন অমূল্য যাহা।
অভিজ্ঞের উপদেশ জীবন পাথেয়
আঁধারে আলো দেয় দূর করে ব্যথাও।


২৫শে পৌষ, ১৪২৬,
ইং ১১/০১/২০২০,
শনিবার সকাল আটটা।  ৮৮৩, ১২/০১/২০২০।