মা যদি হয় অবলা, তবে সবলা হবে কে?
এই মা-ই সাধু, অসাধুর জন্ম দিয়েছে অবলীলাক্রমে।


মায়েরাই পারে ভালোবাসতে, শাসন করতে,
                আদর করতে তারে;
তারাই পারে বিপথগামী রে পথে আনতে,
              স্নেহের শাসনের জোরে।


ওই রিপুর তাড়নায় জীবের উচ্ছল আড়ম্বর,
         সীমানায় থাকলে বলি তাঁরে সাধু;
সীমানা ছাড়ায়ে দুহাত বাড়ায়ে ভোগে লিপ্ত যারা,
           তাদেরকেই বলা হয় পাপাত্মা গৃধ্নু।


        আবার ভোগ সর্বস্ব প্রকৃতি পুরুষ,
                   দেখো জগতে চেয়ে;
         তাঁরা সুখী থাকে দাম্পত্য জীবনে,
                 ভালোবাসার জন পেয়ে।


          পাগল প্রেমের যারা মূল্য বোঝে না,
                    তারাই উন্মাদ পথভ্রষ্ট;
           শুধু মোহ, লালসায় পথে পথে ঘুরে,
                    জীবন ভর পায় কষ্ট।


           এবার আঁধার চিত্তে আসুক চেতনা,
                       ঐ মুক্তির আলো নিয়ে;
            হেথায় প্রকৃতি, পুরুষ, বিলাবে প্রেম,
                     কেবলই ভালোবাসা দিয়ে।
                  


২৯ শে ফাগুন,১৪২৭,
ইং  ১৩/০৩/২০২০,
শুক্রবার বিকাল ৪:১৫।  ১০৩২, ০৯/০৬/২০২০।


কবিতাটি কবি বন্ধু সুদীপ্তা চৌধুরীকে উৎসর্গ করলাম।